মেডিকেল ভর্তি পরীক্ষা: প্রশ্ন ফাঁস গুজবে কান না দেওয়ার পরামর্শ

মেডিকেল ভর্তি পরীক্ষা: প্রশ্ন ফাঁস গুজবে কান না দেওয়ার পরামর্শ

প্রতীকী ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে ১ ঘণ্টার এ পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বুধবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ড. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১০ মার্চ) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা সকাল ৮টা থেকে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রের প্রধান ফটক বন্ধ হয়ে যাবে। কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে।