পিরোজপুরে বাসচাপা; নিহত বেড়ে ৫

পিরোজপুরে বাসচাপা; নিহত বেড়ে ৫

ফাইল ছবি

পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নসিমনে যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- শাহিন মোল্লা (১৮) ও সাব্বির (২০)। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো। শুক্রবার দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমজাতুল হক। তিনি জানিয়েছেন, শাহিন মোল্লাকে জরুরি বিভাগেই মৃত ঘোষণা করা হয়। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। এর আগে এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শংকরপাশা গ্রামে পিরোজপুর-চরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাদশা ও শাহীন মারা যান। হাসপাতালে নেওয়ার পর ইয়াসিনের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।