পাকিস্তানে উগ্রবাদীদের হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানে উগ্রবাদীদের হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানে উগ্রবাদীদের হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে উগ্রবাদীদের হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত ও ছয়জন আহত হয়েছে।বৃহস্পতিবার ভোরে পুলিশের গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও বিদ্রোহীরা।

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি শহর লাকি মারওয়াতে একটি পুলিশ স্টেশনে হামলার প্রতিক্রিয়া জানাতে পুলিশের শক্তি বৃদ্ধির জন্য পাঠানো রসদ বহনকারী একটি পুলিশ গাড়িতে বোমা বিস্ফোরণে চারজন কর্মকর্তাকে হত্যা করে উগ্রবাদীরা। এতে পুলিশ স্টেশনের আরো ছয় কর্মকর্তা আহত হন।

স্থানীয় পুলিশ অফিসার আশফাক খান বলেছেন যে সন্দেহভাজন উগ্রবাদীদের বিষয়ে অনুসন্ধান চলছে, যারা লাকি মারওয়াতে পুলিশ স্টেশনে হামলা করেছে এবং পরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।পাকিস্তান গত দুই দশকে অনেক উগ্রবাদী হামলার মুখোমুখি হয়েছে। কিন্তু নভেম্বরের পর থেকে তা বৃদ্ধি পেয়েছে। এদিকে টিটিপি পাকিস্তান সরকারের সাথে আফগান তালেবান-মধ্যস্থতায় এক মাসের যুদ্ধবিরতির মেয়াদ শেষ করেছে।

সূত্র : এপি/ইউএনবি