বগুড়ায় নিষিদ্ধ রং ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

বগুড়ায় নিষিদ্ধ রং ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

ফাইল ছবি

বগুড়ায় খাবারে নিষিদ্ধ রংয়ের ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণ করায় ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তর একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে। শুক্রবার বেলা ১২টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযানে ইয়াম-ইয়াম ট্রি নামক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। ঈদ সামনে রেখে ব্যবসায়ীদের অধিক মুনাফা রোধে মার্কেটে সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শুক্রবার অভিযানে শহরের জলেশ্বরীতলায় ইয়াম-ইমাম ট্রি রেস্টুরেন্টকে নিষিদ্ধ রং ব্যবহার এবং বাসি খাবার সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।