ভারত সফরে ইউক্রেনের মন্ত্রী

ভারত সফরে ইউক্রেনের মন্ত্রী

ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা

চারদিনের সফরে আজ রবিবার ভারতে যাচ্ছেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফরে আসছেন। এই সফরে ভারতীয় নেতৃবৃন্দের সাথে জাপারোভা দেখা করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাপারোভা এই সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে দেখা করবেন। ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিশরির সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। 

এ ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মার সঙ্গে। 

ভারতের সরকারি সূত্র অনুযায়ী, ইউক্রেন চাইছে আগামী সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভারত আমন্ত্রণ জানাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেন সফরে যাওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণপত্রও দিতে পারেন জাপারোভা।


সূত্র: এনডিটিভি