চীনের কাছে পণ্য বিক্রি, মার্কিন কোম্পানিকে ৩০ কোটি ডলার জরিমানা
সংগৃহীত
চীনা কোম্পানি হুয়াওয়ের কাছে নিয়ম ভঙ্গ করে পণ্য বিক্রি করায় মার্কিন প্রযুক্তি কোম্পানি সিগেট’কে ৩০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।
হুয়াওয়ের কাছে হার্ড ডিস্ক ড্রাইভ বিক্রি করায় সিগেট’কে এই জরিমানা করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর বলছে, ২০২০ সালে রফতানি নীতি প্রণয়ন করার পর থেকে হুয়াওয়ের কাছে ১১০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য রফতানি করেছে সিগেট।
চীনের কাছে স্পর্শকাতর পণ্য বিক্রি করা বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলছে, ওই প্রযুক্তি পণ্য সামরিক ক্ষেত্রে কাজে লাগাতে পারে চীন।
নতুন রফতানি আইন করার পর সিগেট হুয়াওয়ের কাছে ৭৪ লাখ ড্রাইস বিক্রি করেছে বলেও জানিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর।
সূত্র: বিবিসি