শ্রীলঙ্কা থেকে এক লাখ বানর কিনবে চীন

শ্রীলঙ্কা থেকে এক লাখ বানর কিনবে চীন

ফাইল ছবি

শ্রীলঙ্কার কাছ থেকে বিপন্ন প্রজাতির এক লাখ বানর কিনতে যাচ্ছে চীন। এই চুক্তি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শ্রীলঙ্কায় সব জীবিত প্রাণীই রপ্তানি নিষিদ্ধ। তবুও বেজিংয়ের বেসরকারি সংস্থার কাছে বানরগুলো বিক্রি করতে যাচ্ছে ঋণে জর্জরিত দ্বীপরাষ্ট্রটি। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় আমলা গুণাদাসা সমরাসিংহে জানিয়েছেন, টক ম্যাকাক প্রজাতির বানর কিনতে চেয়ে চীনের বেসরকারি এক সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। 

বানর রপ্তানি প্রসঙ্গে গুণাদাসা বলেন, আমরা এক লাখ বানরকে একসঙ্গে বিক্রি করব না। দেশের নানা প্রান্ত থেকে বানরের ফসল নষ্ট করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সংরক্ষিত এলাকা থেকে কাউকে পাঠানো হবে না। কৃষিজমি সংলগ্ন এলাকার দিকেই ফোকাস রাখা হচ্ছে। বানরগুলো সব মিলিয়ে এক হাজারেরও বেশি চিড়িয়াখানায় রাখার জন্যই চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, টক ম্যাকাক প্রজাতির বানরগুলোর বিরুদ্ধে ফসল নষ্ট করার অভিযোগ রয়েছে। একইসঙ্গে হিংস্র হয়ে মানুষকে আক্রমণও করে এরা।