মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সংগৃহীত

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় টেলিভিশন ভাষণে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেন সুলতান আব্দুল্লাহ রিয়াতুউদ্দিন মোস্তফা বিল্লাহ শাহ।

মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ নেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মালয়সহ প্রায় ৭টি দেশের ধর্মপ্রাণ অভিবাসী মুসল্লিরা একসাথে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত আদায় করে। ঈদুল ফিতরের জামাতে শরিক হতে স্থানীয়দের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। তবে প্রতিটি মসজিদেই প্রবাসীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

ঈদ উপলক্ষ্যে কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে নানান পেশার প্রবাসী বাংলাদেশিরা সমাবেত হয়ে কুশল বিনিময় করে। নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে প্রবাসীরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদকে কেন্দ্র করে এবারও মালয়েশিয়ার বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে থাকছে নানা ধরণের মুখরোচক খাবারের ব্যাপক আয়োজন।

ঈদুল ফিতর উপলক্ষ্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারওয়ার দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও চৌকিট বাংলাদেশি মসজিদ বায়তুল মোকাররম, কোতারায়া বাংলা মসজিদ, বুকিট বিনতাং বাংলাদেশি মসজিদ, সুবাংজায়া বাংলাদেশি মসজিদ, শ্রীমুডা বাংলাদেশি মসজিদ, ক্লাং, পেনাং, সুঙ্গাইবুলু, পুচং, মালাক্কা, পেনাং, জহুরবারু প্রদেশের বাংলাদেশি অধ্যুষিত এলাকা গুলোতে শত শত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।