ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার ভোরে রুশ বাহিনীর চালানো হামলায় দিনিপ্রোতে এক নারী ও তার তিন শিশু সন্তান নিহত হয়েছে বলে জানিয়েছেন দিনিপ্রোর স্থানীয় মেয়র। এছাড়াও আবাসিক ভবনগুলোতে ক্ষেপণাস্ত্র আঘাতের পর কেন্দ্রীয় শহর উমানে চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্টেট বর্ডার সার্ভিসের কর্মকর্তারা।

ইন্টারফ্যাক্স নিউজ অ্যাজেন্সি জানিয়েছে যে ক্রেমেনচুক ও পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে।

রাজধানী কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, ৫১ দিনের মধ্যে রাজধানীতে এটিই প্রথম রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা।

কিয়েভে তাৎক্ষণিকভাবে বেসামরিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের স্টেট বর্ডার সার্ভিসের টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে হামলার পর উমানে একটি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবন দেখানো হয়েছে।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র এবং দু’টি আক্রমণকারী ড্রোনে গুলি করতে পেরেছে বলে ওই পোস্টে কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা মিত্রদের সরবরাহ করা ট্যাঙ্কসহ নতুন সরঞ্জাম নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে এমন সময়ে এই হামলাগুলো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বাখমুতের নিয়ন্ত্রণের জন্য ১০ মাসের যুদ্ধসহ শীতকালীন আক্রমণে অগ্রসর হতে লড়াই করেছে।

সূত্র : বিবিসি