রেললাইন বেঁকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ

রেললাইন বেঁকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে তীব্র গরমে আবারো বেঁকে গেছে রেল লাইন। এতে আপলাইনে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় লাইনটি বেঁকে যায় বলে জানিয়েছেন স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।

তিনি আরো বলেন, অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়া আপলাইনে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বন্ধ রয়েছে।

এর আগে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের ওয়াগন উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ৩১ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইনটিকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধারকাজ শেষ করার পর রেললাইন মেরামত, স্লিপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে রাত ৮টার দিকে ঢাকামুখী আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। আপলাইনে আপাতত ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়েছে। তবে উদ্ধারকাজ চলাকালীন আপলাইনে ট্রেন চলাচল না করলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এরও আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তীব্র গরমে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়।