আগ্রাসী ক্রিকেট ধরে রাখার প্রত্যয় হাথুরুর

আগ্রাসী ক্রিকেট ধরে রাখার প্রত্যয় হাথুরুর

আগ্রাসী ক্রিকেট ধরে রাখার প্রত্যয় হাথুরুর

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে প্রস্তুতি ক্যাম্পের শেষ দিন ছিল আজ। তৃতীয় দিনের অনুশীলনের শুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হাথুরুসিংহে। এই সময় ধারাবাহিকতা ধরে রেখে আগ্রাসী ক্রিকেট খেলা চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। কথা বলেন ক্রিকেটারদের নিয়েও।

গত বেশ কয়েকটি সিরিজ সমর্থকদের আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিচ্ছেন ক্রিকেটাররা। আধুনিক ক্রিকেটের সাথে পাল্লা দিতে যার বিকল্প ছিল না। হাথুরু জানালেন, সেই তেজটা ধরে রেখেই এগিয়ে নিতে চান দলকে, আগ্রাসী ক্রিকেট চান সব বিভাগ থেকে। এ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমাদের অ্যাপ্রোচ সবসময় থাকবে আগ্রাসী ক্রিকেট খেলার। এর মানে এমন না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে।’

আগ্রাসী ক্রিকেট কেমন হবে- তাও স্পষ্ট করেন হাথুরু, ‘আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী ইন্টেন্ট নিয়ে করা। পাশাপাশি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ড প্লেসিং বা বোলিংয়ের ধরন। আমরা তাদের এই স্বাধীনতা দিতে চাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে পারে চলতি বছরের অক্টোবরে। তবে এখনো চূড়ান্ত সূচি জানা যায়নি। যা নিয়ে আক্ষেপ শোনা গেল প্রধান কোচের মুখে। হাথুরু বলেন, এটি শুধু আমাদের জন্য নয়, সবার ওপরেই প্রভাব পড়ছে। আমার মনে হয়, ভারত দ্রুতই সূচি ঘোষণা করবে। আরো আগে ঘোষণা করা হলে ভালো হয়। খানিক স্বচ্ছতা পাওয়া যায়।