বরযাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

বরযাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বদনারচর নামক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- বর রাব্বি হাওলাদার (২৫) ও তার মা সেলিনা আক্তার (৪৫)। রাব্বি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদরের ছেলে। এখনো নিখোঁজ রয়েছে দু’জন।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদরের ছেলে রাব্বির সাথে উত্তর চর-শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশে রওনা দেয়। এ সময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে বরসহ ২০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন বর রাব্বী (২৫), তার মা সেলিনা বেগম (৪৫), ফুফু লিপি বেগম (৩২), ফুফাত বোন খাদিজা (৭) ও মারিয়া (৮)। পরে স্থানীয় জেলেরা লিপি বেগমের লাশ উদ্ধার করে। আজ আরো দুজনের লাশ উদ্ধার হলো।