আর্মেনিয়ার এয়ারলাইনকে নিষিদ্ধ করেছ তুরস্ক

আর্মেনিয়ার এয়ারলাইনকে নিষিদ্ধ করেছ তুরস্ক

সংগৃহীত

আর্মেনিয়ার সাশ্রয়ী মূল্যের এয়ারলাইন ফ্লাইওয়ান আর্মেনিয়ার জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। আর্মেনিয়ার আর্মেনপ্রেস ফ্লাইওয়ানের চেয়ারম্যান আরাম আনায়ানের শনিবার এ খবর জানিয়েছে।

আরাম আনায়ান জানান, 'আমাদের কাছে সিদ্ধান্তটি বোধগম্য নয়। কোনো কারণই আমরা খুঁজে পাচ্ছি না।'

তিনি বলেন, তুর্কি কর্তৃপক্ষ কোনো কারণ উল্লেখ ছাড়াই তুরস্ক দিয়ে উড্ডয়নের অনুমতি বাতিল করেছে।

ফ্লাইওয়ান আর্মেনিয়া হলো মোলদোভান এয়ারলাইন ফ্লাইওয়ানের একটি প্রতিষ্ঠান। ২০২১ সালের ডিসেম্বরে এর যাত্রা শুরু হয়। গত ফেব্রুয়ারিতে তারা জানায়, তাদের পাঁচটি এয়ারবাস আটটি ইউরোপিয়ান ও মধ্যপ্রাচ্যের দেশের ১৪টি গন্তব্যে যাবে।

উল্লেখ্য, ১৯৯০-এর দশক থেকে আর্মেনিয়ার সাথে তুরস্কের কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই।

উসমানিয়া সাম্রাজ্যের আমলে ১৯১৫ সালে কথিত ১৫ লাখ লোক হত্যা নিয়ে আর্মেনিয়ার সাথে বিরোধ রয়েছে তুরস্কের। আর্মেনিয়া বলছে, এটা ছিল গণহত্যা। তুরস্ক এই অভিযোগ অস্বীকার করে আসছে।

তবে গত ফেব্রুয়ারিতে দুই দেশ ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো কাছাকাছি আসে। ওই সময় ভূমিকম্পে বিধ্বস্তদের সহায়তায় এগিয়ে আসে আর্মেনিয়া।
সূত্র : মিডল ইস্ট মনিটর