আফগানিস্তান সিরিজে কমে আসছে ম্যাচ সংখ্যা

আফগানিস্তান সিরিজে কমে আসছে ম্যাচ সংখ্যা

আফগানিস্তান সিরিজে কমে আসছে ম্যাচ সংখ্যা

কমে আসতে যাচ্ছে আফগানিস্তান সিরিজের ম্যাচ সংখ্যা। মূল সূচি থেকে আপাতত বাদ দেয়া হতে পারে একটি টেস্ট। ব্যস্ত আন্তর্জাতিক সূচির চাপ সামলাতেই এই পরিকল্পনা।

আগামী জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। সূচিতে দুটি টেস্টের সাথে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ সংখ্যা ঠিক থাকলেও টেস্ট কমিয়ে আনা হচ্ছে একটি।অপর টেস্ট ম্যাচটি বাতিল নয়, স্থগিত রাখতে ইচ্ছুক বিসিবি। এমনকি পরবর্তী সময়ে স্থগিত থাকা এই টেস্টটা খেলতে আগ্রহী বিসিবি। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস।

এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, 'এই সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি ঠিক আছে। টেস্ট দুইটা ছিল, একটা আমরা কমিয়ে দিয়েছি। কারণ আমাদের ব্যস্ত সূচি সামনে। পরে এটাকে আমরা কাভার করবো। কিন্তু আপাতত আমরা খেলছি না, একটা টেস্ট কম খেলছি।'