মস্কো গেছেন স্পিকার

মস্কো গেছেন স্পিকার

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’ শীর্ষক কনফারেন্সে অংশ নিতে রাশিয়ার মস্কো গেছেন।

সোমবার মধ্যরাতে দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে তিনি রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

স্পিকারের নেতৃত্বে কনফারেন্সে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি এবং মো. জিল্লল হাকিম এমপি। কনফারেন্স শেষে স্পিকার আগামী ৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

নিরাপদ নারী শ্রম অভিবাসন নিশ্চিত করার আহ্বান : অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত আলোচনা সভায় বক্তারা কর্মসংস্থান বাড়াতে যথাযথ প্রশিক্ষণ ও নিরাপদ নারী শ্রম অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, জিডিপিতে রেমিটেন্সের অবদান প্রায় ১০ শতাংশ। বর্তমানে নারীরাও প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট সহযোগিতা রয়েছে।

ফলে নির্ধারিত সময়ে আগেই টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে। সোমবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে আয়োজিত ‘অভিবাসন ও উন্নয়নে এসডিজির লক্ষ্যমাত্রার বাস্তবায়ন’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও আরমা দত্ত, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, হোসনে আরা লুৎফা ডালিয়া ও রোকসানা ইয়াসমিন ছুটি এবং বিভিন্ন বেসরকারি অভিবাসী সংগঠনের প্রতিনিধিরা।