রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯৫ শতাংশ

রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯৫ শতাংশ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বি ইউনিটের (মানবিক) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেড় ঘণ্টা সময়সীমার এই ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৫.৩৩ শতাংশ। 

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ইলিয়াস হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতবারের ন্যায় এবারও বিভাগীয় ভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৫৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছে। তবে এখানে বি ইউনিটে মোট ভর্তিচ্ছু সংখ্যা ছিল ১২ হাজার ১৪৪ জন। সেই হিসাবে উপস্থিতির হার ৯৫.৩৩ শতাংশ। 

উল্লেখ, এ বছর ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যেখানে ৪০ নম্বর লিখিত ও ৬০ নম্বর বহুনির্বাচনি প্রশ্ন ছিল। পরীক্ষার সময়সীমা ছিল দেড় ঘণ্টা।