রিফাত হত্যা : হাইকোর্টে আবারো মিন্নির জামিন আবেদন

রিফাত হত্যা : হাইকোর্টে আবারো মিন্নির জামিন আবেদন

ফাইল ছবি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আবারো হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি।

সোমবার তার আইনজীবী মো: শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ১১ জানুয়ারি মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্ট।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

মিন্নি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। নিজের আইনজীবী জেড আই খান পান্না ও এএম জামিউল হক ফয়সালের মাধ্যমে জামিন আবেদনটি জমা দিয়ে মিন্নি জানিয়েছিলেন, তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। বরং তার স্বামী রিফাতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে একদল যুবক কুপিয়ে হত্যা করে। আলোচিত সেই হত্যা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আছাদুজ্জামান।

একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো: রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খাঁন হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো: হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি।

খালাস পান মো: মুসা (পলাতক), রাফিউল ইসলাম রাব্বি, মো: সাগর ও কামরুল ইসলাম সাইমুন।