ভারতে স্বর্ণ মন্দিরের কাছে আবার বিস্ফোরণ

ভারতে স্বর্ণ মন্দিরের কাছে আবার বিস্ফোরণ

ভারতে স্বর্ণ মন্দিরের কাছে আবার বিস্ফোরণ

পাঞ্জাবের অমৃতসরে শিখদের পবিত্র স্থান স্বর্ণ মন্দিরের আশেপাশের এলাকা ৩৬ ঘণ্টার মাথায় দ্বিতীয়বার বিস্ফোরণে কেঁপে ওঠে। সোমবার পুলিশ এ কথা জানায়।কর্তৃপক্ষ জানায়, এই বিস্ফোরণে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ সম্ভাব্য কারণ অনুসন্ধান করছে।

শনিবার রাতে একই এলাকায় বিস্ফোরণে অন্তত একজন আহত হয়। পুলিশ জানায়, গভীর রাতের ওই বিস্ফোরণের ঘটনা তারা এখনো তদন্ত করছে।একটি বিশাল সরোবরের পাশে ঝলমলে স্বর্ণ মন্দির সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান।ভক্তরা জানায়, সোমবার ভোরে বিস্ফোরণের পরপরই কর্মকর্তারা ফরেনসিক নমুনা সংগ্রহ করতে সেখানে আসেন।

সূত্র : এএফপি/বাসস