পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি  নিহত

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনী বুধবার অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর কাছে এ হত্যার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয় এই দুই নাগরিকের পরিচয় পেয়েছে। তাদের একজনের নাম আহমেদ জামাল তৌফিক আসাফ (১৯) এবং অপরজনের নাম রনি ওয়ালিদ আহমেদ কাতানাত (২৪)। তারা কাবাতিয়া শহরে ইসরাইলি দখলদারদের গুলিতে নিহত হয়।

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ‘এই দুই ফিলিস্তিনি একটি গাড়ি থেকে আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়।’ এ সময় ‘সৈন্যরাও পাল্টা গুলি করলে তারা নিহত হয়।’বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি এম-১৬ এবং একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।এনিয়ে চলতি বছর ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে নিহত ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়ালো।
ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে আছে।

সূত্র : বাসস