কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন বিস্ফোরণে নিহত ২

কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন বিস্ফোরণে নিহত ২

কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন বিস্ফোরণে নিহত ২

বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি এবাদী-১ জাহাজের ইঞ্জিন রুম থেকে পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রাম থেকে ১৩ লাখ লিটার ডিজেল এবং পেট্রোল নিয়ে বরিশালে এসেছিলো।

জাহাজের একজন শ্রমিক জানান, মেশিন রুমে ইঞ্জিন স্টার্ট দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- স্বাধীন (২২) এবং বাবুল কান্তি দাস (৬৪) দুজনের বাড়ি চট্টগ্রামে। আগুনের অতিরিক্ত গরমের কারণে জাহাজের ভেতরে উদ্ধারকাজ আপাতত বন্ধ রয়েছে। একটু স্বাভাবিক হলে আবার উদ্ধার কাজ চলবে।এছাড়াও জাহাজ থেকে তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।