ইয়াবাসহ ‘এপিবিএন কর্মকর্তা’ ও তার স্ত্রী আটক

ইয়াবাসহ ‘এপিবিএন কর্মকর্তা’ ও তার স্ত্রী আটক

প্রতীকী ছবি

কক্সবাজারে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রীকে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২০ মে) ডিএনসির টেকনাফ বিশেষ জোনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২০ মে) রাত ১০টায় শহরের ডলফিন মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের সমেশপুরের রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।

উপ-পরিচালক সিরাজুল ইসলাম মুকুল জানান, আটককৃতরা শুক্রবার রাতে টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা করে। এ সময় তাদের অনুসরণ করা হয়। পরে কক্সবাজারের ডলফিন মোর থেকে প্রায় ২০ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক রেজাউল নিজেকে ১৬ এপিবিএন এর উপ-পরিদর্শক দাবি করছেন। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে জানান। যার সত্যতা যাচাই করা হচ্ছে।