যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় যশোর, পুলেরহাট ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠানটির আয়োজন করে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। সাইটসেভার্স এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।

তিনি তার বক্তব্যে হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের বর্জ্যরে পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আদ্-দ্বীন হাসপাতালটির পরিস্কার পরিচ্ছন্নতায় ভূয়সী প্রসংশা করেন।সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সিরাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দিপঙ্কর ভট্টাচার্য, সাইটসেভার্স এর যশোর জেলা কো-অর্ডিনেটর মো: আল-মামুন, ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো: রবিউল আওয়াল।অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক মো: রবিউল হক।

ওরিয়েন্টেশনে হাসপাতাল বর্জ্যরে ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত নার্স, পরিবেশ কর্মী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করা হয়।

এর আগে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে নব-নির্মিত বিশাল এই হাসপাতালটির জরুরী বিভাগ, কার্ড কাউন্টার, শিশু বহির্বিভাগ, ৮ম তলায় অবস্থিত অপারেশন থিয়েটার, চক্ষু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।