রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই

রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই

ফাইল ছবি

প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের যুক্তরাষ্ট্রে সফর ঘিরে বেশ কিছু গোপন নথিপত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। এসব নথিতে দেখা যায়, আইরিশ রিপাবলিকান আর্মি-আইআরএ থেকে পাওয়া হুমকিতে অনেক উদ্বিগ্ন ছিল রাজপরিবারের নিরাপত্তায় নিয়োজিত থাকা এফবিআই। এই গুপ্তহত্যার হুমকিটা আসে সান-ফ্রান্সিসকোর এক পুলিশ অফিসারের কাছে।

নথি অনুযায়ী, এই পুলিশ কর্মকর্তা যিনি নিয়মিত সান ফ্রান্সিসকোর একটি আইরিশ পাড়ে যেতেন, সেখানে পরিচিত হওয়া একজনের কাছ থেকে পাওয়া একটি ফোন কল সম্পর্কে তিনি গোয়েন্দাদের সতর্ক করে দেন। ঐ লোকটি তাকে বলেছে, যে সে তার মেয়ে হত্যার প্রতিশোধ নিতে চায়, যে নর্দান আয়ারল্যান্ডে রাবার বুলেটে মারা গিয়েছে।

নথিতে বলা হয়েছে, সে রানি এলিজাবেথের ক্ষতি করার চেষ্টা করবে এবং সেটা হতে পারে যখন গোল্ডেন গেট ব্রিজের নিচ দিয়ে রানির রাজকীয় ইয়ট ব্রিটানিয়া যাবে সে সময় উপর থেকে কিছু ফেলে, অথবা রানি যখন ইয়োসেমেতি ন্যাশনাল পার্ক পরিদর্শনে যাবে সে সময় তাকে হত্যার চেষ্টা করবে।

এই হুমকিটা এসেছিল ১৯৮৩ সালে ৪ই ফেব্রুয়ারি রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের ক্যালিফোর্নিয়া আসার প্রায় মাস খানেক আগে। এই সফরসহ যুক্তরাষ্ট্রে প্রয়াত রানির অনেকগুলো সফরের সময়েই নর্দান আয়ারল্যান্ড সঙ্কট ঘিরে উত্তেজনা বিরাজ করেছে। ১৯৭৬ সালে রানি নিউইয়র্কে এসেছিলেন যুক্তরাষ্ট্রের ২০০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে।

নথিতে উঠে এসেছে, সে সময় কীভাবে এক পাইলটকে ব্যাটারি পার্কের উপর দিয়ে এক ছোট বিমান উড়ানোর নির্দেশ দেয়া হয়েছিল, যে বিমানে ঝোলানো থাকবে ’ইংল্যান্ড, আয়ারল্যান্ড ত্যাগ কর’ এমন লেখা।

ফাইলে বলা হয়েছে সে সময় এটি রানির উপর একটি সত্যিকারের হুমকি বিবেচনা করে সর্বোচ্চ সতর্কবস্থায় ছিল এফবিআই। রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ঘনিষ্ঠ আত্মীয় লর্ড মাউন্টব্যাটেন ১৯৭৯ সালে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের কাউন্টি স্লিগোতে আইআরএ-র বোমা হামলায় মারা যান।

১৯৮৯ সালে কেন্টাকিতে রানির এক ব্যক্তিগত সফর সামনে রেখে এফবিআই সে সময় এক মেমো দিয়েছিল, যাতে বলা হয় ’ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ) থেকে হুমকি এখানেও আছে। বোস্টন এবং নিউইয়র্ককে অনুরোধ করা যাচ্ছে আইআরএ অধ্যুষিত এলাকা এবং লুইসভিলের দিকে রানি দ্বিতীয় এলিজাবেথের বিরুদ্ধে যে কোন হুমকি ঘিরে সতর্ক থাকতে।

তথ্য অধিকার আইনে যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম আবেদন করলে ১০২ পৃষ্ঠার এই গোপন নথি এফবিআইয়ের তথ্য ওয়েবসাইট টু দ্য ভল্টে আপলোড করা হয়। সূত্র: বিবিসি