দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচনে যাবে বিএনপি

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচনে যাবে বিএনপি

বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠক

স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নেবে বিএনপি। তবে দলীয় প্রতীক থাকবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সিদ্ধান্ত হচ্ছে বিএনপির যেসব নেতাকর্মী বা যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, তারা কেউ চাইলে নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু প্রতীক সেক্ষেত্রে আমরা বরাদ্দ দেবো না।’শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ৪টা থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে ৬ পর্যন্ত চলে। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখনও মনে করি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রতীক ব্যবস্থা তুলে নেওয়া উচিত। প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়দের প্রতীক ছাড়াই নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে বিএনপির কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে করতে পারবে। তবে আমরা মার্কা বরাদ্দ করবো না।’

এখনও স্থানীয় সরকারের পুরো ইউপি নির্বাচনের শিডিউল আসেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এরমধ্যে বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীরা জানতে চাচ্ছেন এখানে দলের অবস্থান কী হবে? ইতোপূর্বে যখন পার্টির প্রতীক দিয়ে নির্বাচন করার প্রশ্ন এসেছিল, তখনই আমরা এর বিরোধিতা করেছিলাম। বলেছিলাম, পার্টির প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করাটা বাংলাদেশের জন্য উপযোগী হবে না। এটি বিভিন্ন সমস্যা তৈরি করবে রাজনীতির ক্ষেত্রে।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় সংসদের যে কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে, এই ফলের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে, এই নির্বাচন (একাদশ নির্বাচন) কতটা প্রহসন ছিল। প্রায় ২১৩ কেন্দ্রে শতকরা ১০০ ভাগ ভোট পড়েছে, ১৫০০ উপরে ভোটকেন্দ্রে শতকরা ৯৫-৯৯ ভাগ ভোট পড়েছে। যেটা অসম্ভব ব্যাপার। এটা বাংলাদেশে সত্যিকার অর্থে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে কখনোই সম্ভব নয়।’