এ পর্যন্ত যতবার পড়লেন বাইডেন

এ পর্যন্ত যতবার পড়লেন বাইডেন

বিমানবাহিনীর ক্যাডেটদের স্নাতক সমাপনী উৎসবের মঞ্চে পড়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কলোরাডো, যুক্তরাষ্ট্র, ১ জুন।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বিমানবাহিনীর একাডেমিতে ক্যাডেটদের স্নাতক সমাপনী উৎসবের মঞ্চে প্রেসিডেন্ট জো বাইডেনের পড়ে যাওয়ার ঘটনা গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পড়ে গেছেন বাইডেন।

২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন। পরের বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে ঢোকেন তিনি। দুই মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খেয়ে আলোচনায় আসেন বাইডেন।

ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের মার্চে। মেরিল্যান্ডের অ্যান্ড্রু বিমানঘাঁটি থেকে আটলান্টায় যাচ্ছিলেন বাইডেন। এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে লালগালিচায় মোড়া সিঁড়িতে হোঁচট খান তিনি। কোনোমতে নিজেকে সামলে নিয়ে আরও দুই পা এগোন। এরপর আবারও হোঁচট খান তিনি। পরে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়াতে গিয়ে আবারও পড়ে যান তিনি।

বাইডেনের পরপর তিনবার পড়ে যাওয়ার ঘটনা বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়। পরে হোয়াইট হাউস জানায়, উড়োজাহাজের সিঁড়িতে পড়ে গিয়ে আঘাত পাননি বাইডেন। মূলত, প্রবল বাতাসের কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

এর পরের ঘটনা ২০২২ সালের জুনে, যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে। টি-শার্ট, শর্টস ও হেলমেট পরে সহকর্মীদের সঙ্গে নিয়ে সাইকেল চালাতে বেরিয়েছিলেন বাইডেন। হঠাৎ সাইকেলসহ রাস্তায় উলটে পড়েন। তবে খুব একটা আহত হননি তিনি।

এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে লালগালিচায় মোড়া সিঁড়িতে পরপর তিনবার হোঁচট খান জো বাইডেন। মেরিল্যান্ডের অ্যান্ড্রু বিমানঘাঁটি, ২০২১ সালের মার্চে তোলা

এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে লালগালিচায় মোড়া সিঁড়িতে পরপর তিনবার হোঁচট খান জো বাইডেন। মেরিল্যান্ডের অ্যান্ড্রু বিমানঘাঁটি, ২০২১ সালের মার্চে তোলা

ছবি: রয়টার্স

 

একই বছরের নভেম্বরে আবারও প্রকাশ্যে হোঁচট খান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের ঘটনা ইন্দোনেশিয়ার বালিতে। জি-২০ সম্মেলনে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন বাইডেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পড়ে যাচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে ফেলেন উইডোডো। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের হাত ধরে সেই যাত্রায় সামলে নেন বাইডেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পোল্যান্ড সফরে গিয়ে আবারও পা হড়কায় বাইডেনের। ওই সময় ওয়ারশ বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে সিঁড়ির মধ্যে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়েন তিনি। পরে অবশ্য টাল সামলে নেন। নিজেই উঠে দাঁড়ান।

রেলিং ধরে উঠে পড়েন উড়োজাহাজে। পশ্চিমা গণমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবর নিয়ে পরে অবশ্য ফ্যাক্ট চেক প্রকাশ করে রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের মুখপাত্র রয়টার্সকে ই–মেইলে বলেছেন, ২০ ফেব্রুয়ারি উড়োজাহাজে পড়ে যাওয়া ওই ব্যক্তি বাইডেন ছিলেন না।

এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে সিঁড়িতে পা হড়কায় জো বাইডেনের। ওয়ারশ, পোল্যান্ড, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তোলা

এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে সিঁড়িতে পা হড়কায় জো বাইডেনের। ওয়ারশ, পোল্যান্ড, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তোলা

ছবি: রয়টার্স

 

কলোরাডোয় বিমানবাহিনীর একাডেমিতে ক্যাডেটদের স্নাতক সমাপনী উৎসব মঞ্চে পড়ে গেলেন ৮০ বছর বয়সী বাইডেন। এক ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন বাইডেন। এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে। হঠাৎই মঞ্চের ওপর মুখ থুবড়ে পড়ে যান তিনি।

কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় পুরো ঘটনা। ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান। তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন।

এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙেছিল বাইডেনের।

সহকর্মীদের সঙ্গে নিয়ে সাইকেল চালাতে বেরিয়ে রাস্তায় উলটে পড়েন জো বাইডেন। ডেলওয়ার, যুক্তরাষ্ট্র, ২০২২ সালের জুনে তোলা

সহকর্মীদের সঙ্গে নিয়ে সাইকেল চালাতে বেরিয়ে রাস্তায় উলটে পড়েন জো বাইডেন। ডেলওয়ার, যুক্তরাষ্ট্র, ২০২২ সালের জুনে তোলা

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি।

ভোটের আগে বাইডেনের শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগ রয়েছে অনেকের। তবে পরীক্ষার পর চিকিৎসকেরা বলেছেন, বাইডেন পুরোপুরি সুস্থ রয়েছেন।
এএফপি, রয়টার্স ও বিবিসি অবলম্বনে