ভারতকে খেসারত দিতে হবে , অখণ্ড মানচিত্রের পেছনে কুমতলব থাকলে : কাদের সিদ্দিকী

ভারতকে খেসারত দিতে হবে , অখণ্ড মানচিত্রের পেছনে কুমতলব থাকলে : কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার বিকেলে সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র যদি কুমতলবে করা হয়ে থাকে, তাহলে ভারতকে এর খেসারত দিতে হবে। এটা যদি অবুঝের মতো করে থাকে, তাহলে একরকম কথা আর যদি শতবর্ষ আগের মহাভারতের ইতিহাস তুলে ধরার জন্য করে থাকে, তবে তা ভিন্ন কথা।

শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতাল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘কাদেরিয়া বাহিনী ৭১’ অনুষ্ঠানের আয়োজন করে।

ভারতের নতুন সংসদ ভবনে ম্যুরালের মাধ্যমে ‘অখণ্ড ভারতের’ একটি মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সেই ‘অখণ্ড ভারতের’ মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার। গত ২৮ মে হিন্দুত্ববাদের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংসদ ভবন উদ্বোধন করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘কত বছর পরে কী হবে জানি না। সম্প্রতি ভারতে একটি নতুন সংসদ ভবন নির্মাণ করা হয়েছে। সেখানে ভারতের একটি মানচিত্র দেওয়া হয়েছে। সেই মানচিত্রের মধ্যে নেপাল, ভুটান, পাকিস্তান ও বাংলাদেশও আছে। তাহলে ওটা কি মহাভারতের মানচিত্র? নাকি আজকের ভারতের মানচিত্র?’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পতাকার মধ্যে আমরা দেশের মানচিত্র দিয়েছিলাম। আমরা ওই মানচিত্র না দিলে ভারত আমাদের সমর্থন দিত কি না, জানি না। মানচিত্র না দিলে ভারত হয়তো ভাবতে পারত, তাদের সীমানা নিয়েও বাংলাদেশ টানাটানি করতে পারে। তাই ওই সময় পতাকায় মানচিত্র দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছিল।’

সম্প্রতি দেওয়া যুক্তরাষ্ট্রের ভিসা শর্তের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ বলছে, বিএনপিকে জাত করার জন্য এই হুমকি। অন্যদিকে বিএনপি বলছে, আওয়ামী লীগকে সোজা করার জন্যই এটা করা হয়েছে। আমি মনে করি, এই হুমকি দেওয়া বাংলাদেশের জন্য লজ্জার ও অপমানের।’

বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন রচিত ‘মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতাল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার সভাপতিত্ব করেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কাদের সিদ্দিকীর ভাই শামীম আল মুনসুর ওরফে আজাদ সিদ্দিকী, দলের টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।