যশোর সীমান্তে ২৬ স্বর্ণের বার উদ্ধার

যশোর সীমান্তে ২৬ স্বর্ণের বার উদ্ধার

যশোর সীমান্তে ২৬ স্বর্ণের বার উদ্ধার

যশোর চৌগাছা কাবিলপুর সীমান্ত থেকে ৩ কেজি ২৩ গ্রাম ওজনের ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৪৯ বিজিবি।

বিজিবি জানায়,আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সোনার একটি চালান বাংলাদেশ থেকে  ভারতে পাচার হবে। এই তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর জেলার চৌগাছা থানাধীন কাবিলপুর গ্রামের ক্লিনিক মোড় সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেয়। কিছু সময় পর সকাল ৯ টার দিকে টহলদল ২ জন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আসতে দেখে তাদেরকে থামতে বলে। তারা না থেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে টহলদল তাদের ধাওয়া করে ধরার চেষ্টা করলে ১ জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এবং অন্যজন বাংলাদেশের অভ্যন্তরে কাবিলপুর গ্রামের দিকে দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল উক্ত এলাকা অনুসন্ধান করে ভারতীয় সীমান্ত থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে কাদা মাখা অবস্থায় গামছায় মোড়ানো একটি প্যাকেট জব্দ করে। সেখান থেকে আনুমানিক ৩ কেজি ২৩ গ্রাম ওজনের মোট ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। সোনার বারগুলো গামছার ভিতরে স্কস টেপ দিয়ে পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকানো ছিল। আটককৃত সোনার বর্তমান সিজার মূল্য তিন কোটি দুই লক্ষ ত্রিশ হাজার টাকা।

আটককৃত সোনার বার গুলি চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।