নায়ক ফারুকের আসনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

নায়ক ফারুকের আসনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

নায়ক ফারুকের আসনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ওরফে নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের
উপনির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।সোমবার (৫ জুন) দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হিরো আলম বলেন, আজ নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নিব। তবে এই আসন নিয়ে তার পরিকল্পনা পরবর্তীতে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান তিনি।ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত।

এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে ৮৩৪ ভোট কম পেয়ে আওয়ামী লীগ–সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমের কাছে হারেন তিনি।