বিসিবির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি

বিসিবির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি

শহিদ আফ্রিদি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি। রীতিমতো ধুয়ে দিয়েছেন। উত্তপ্ত আবহাওয়ার কারণে আরব আমিরাতে খেলতে অনাগ্রহী হওয়াতেই তিনি এত ক্ষোভ প্রকাশ করেছেন। বিসিবির এই আপত্তিকে তিনি বলছেন ‘খোঁড়া’ যুক্তি।

এশিয়া কাপের ভেন্যু নিয়ে এখনো কোনো সমাধান আসেনি। এখনো দুল্যমান এশিয়া কাপের ভাগ্য। তবে বিসিবি স্পষ্ট করেছে নিজেদের চাওয়া। আরব আমিরাতের গরমের মাঝে বার বার ভ্রমণ করতে অনাগ্রহী বিসিবি। বিশ্বকাপের আগে বড় কোনো রিস্ক নিতে চায় না বোর্ড।

এই প্রসঙ্গে গত ২৭ মে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে ছিলেন, ‘টানা ভ্রমণ যেমন আজকে এক দেশে তো কালকে আরেক দেশে গিয়ে খেলা। বিশ্বকাপের আগে আমরা এই ঝামেলা এড়াতে চাই। গরমের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা বেশ চ্যালেঞ্জিং। ক্রিকেটাররা এসব ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়তে পারে, আমরা এসব দিক ভালোভাবে নজরে রেখেছি।'

তবে বিসিবি সভাপতির এই আপত্তি জানানোকে ‘খোঁড়া যুক্তি’ মনে করছেন শহিদ আফ্রিদি। এই অজুহাত মানতে চান না তিনি। এখানেই শেষ নয়, আবহাওয়াকে যুক্তি হিসেবে দেখানোয় ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেন এই গ্রেট অলরাউন্ডার।

স্থানীয় এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সোমবার আফ্রিদি বলেন, ‘শারজায় সকাল ১০টায় আমরা ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের কাছাকাছি যাওয়ার সময় আমাদের খুব ক্লান্ত লেগেছিল। খুব গরম ছিল তখন। এমনটা হবেই। একইসাথে তাতে আপনার ফিটনেস লেভেল কেমন তা বোঝা যাবে।’

অতঃপর আফ্রিদি যোগ করেন, ‘পেশাদার ক্রিকেটারদের আবহাওয়ার ওপর নির্ভর করে খেললে চলে না। আমিরাতে প্রচণ্ড গরম, এভাবে বলে তো অজুহাত দেয়াই যায়।’

উল্লেখ্য, শুধু বাংলাদেশ নয়, আরব আমিরাতের গরমে বার বার ভ্রমণ করতে অনাগ্রহ প্রকাশ করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও।