উইন্ডোজ থেকে ‘কর্টানা’কে বিদায় দিচ্ছে মাইক্রোসফট

উইন্ডোজ থেকে ‘কর্টানা’কে বিদায় দিচ্ছে মাইক্রোসফট

সংগৃহীত

উইন্ডোজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত হওয়ায় ডিজিটাল সহকারী ‘কর্টানা’র প্রয়োজন ফুরিয়েছে। আর তাই উইন্ডোজ থেকে কর্টানাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। 

মাইক্রোসফট জানিয়েছে, চলতি বছরের শেষে নাগাদ একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে উইন্ডোজ কর্টানাকে আর সমর্থন করবে না।
সদ্য সমাপ্ত মাইক্রোসফটের ‘বিল্ড কনফারেন্সে’ উইন্ডোজে ‘কপিলট’ টুল যুক্ত করার ঘোষণা দেয়, যা টাস্কবারে থাকবে এবং এআই ব্যবহারের মাধ্যমে সব ধরনের সহায়তা দেবে। মূলত কপিলট ফিচারই উইন্ডোজ থেকে কর্টানার বিদায় ঘণ্টা বাজিয়েছে।

তবে উইন্ডোজে না থাকলেও মাইক্রোসফট আউটলুক মোবাইল, টিমস মোবাইল, টিম ডিসপ্লে এবং টিম রুমে আগের মতো থাকবে কর্টানা।

প্রসঙ্গত, ২০১৫ সালে উইন্ডোজ ১০ সংস্করণে প্রথম যুক্ত হয় ডিজিটাল ভয়েস সহকারী কর্টানা। সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস