ফারুকের আসনে মনোনয়নপত্র কিনলেন ফেরদৌস

ফারুকের আসনে মনোনয়নপত্র কিনলেন ফেরদৌস

নায়ক ফেরদৌস আহমেদ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন নায়ক ফেরদৌস আহমেদ। অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকার এ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি। 

অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস।

বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

ফেরদৌস দীর্ঘদিন ধরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫নং ওয়ার্ড নিয়ে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে মারা যান চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে আওয়ামী লীগের হয়ে প্রার্থী হওয়ার জন্য ইতোমধ্যে অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।