নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত

নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত

ফাইল ছবি

নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা নারীদেরও ফি বাড়ানো হয়েছে। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে পাপন জানান, ‘এতদিন মেয়েরা যে ম্যাচ ফি ও মাসিক বেতনটা পেতো, ওটা আমরা বাড়িয়েছি। আজ সিদ্ধান্ত নিয়েছি নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর। ভালো পরিমাণে বাড়ানো হয়েছে।’

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন সম্পর্কে পাপন জানান, যেটা মাসে ৬০ হাজার টাকা ছিল, সেটা এখন থেকে এক লাখ হবে। আর যাদের বেতন ছিল ৩৫ হাজার, এখন থেকে তারা পাবেন ৫০ হাজার টাকা।