যেভাবে সরাসরি দেখবেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

যেভাবে সরাসরি দেখবেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

ফাইল ছবি

সবশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেনি। তবে ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজটি দেশের একাধিক চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া অনলাইনেও দেখা যাবে পুরো সিরিজটি।

সোমবার (১২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি টি-স্পোর্টস ও গাজী টিভি (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে এই ম্যাচ।

 

ডিজিটাল প্লাটফর্ম র‍্যাবিটহোল অ্যাপ ও এর ওয়েবসাইটে দর্শকরা সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবে। আর আফগানিস্তানের দশর্করা সবকটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন আরটিএ স্পোর্টসে।

এ ছাড়া ভারত, যুক্তরাজ্য ও আফগানিস্তান ব্যতীত বাকি সব দেশ থেকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলে ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। খেলা প্রতিদিন সকাল