পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের বেশকিছু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪ মিনিটে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে এ কম্পন অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং এটির কেন্দ্রস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার নিচে। তবে এতে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, গুজরানওয়ালা, অ্যাবটাবাদ ও এর আশেপাশের এলাকাগুলোতে ভূকম্পন বেশি অনুভূত হয়েছে।ভূমিকম্পের পর এসব এলাকার মানুষ অফিস ও ঘর ছেড়ে সড়কে নেমে এসেছে।

নয়া দিল্লীতেও ভূকম্পন
ভারতীয় মিডিয়ার সূত্রে জিও নিউজ জানিয়েছে, নয়া দিল্লীতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় এলাকায় এ কম্পন অনুভূত হয়। জিও নিউজ এরচেয়ে বেশি কিছু জানায়নি।

সূত্র : জিও নিউজ ও ডেইলি জংগ