দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মতামত প্রকাশ নয় : হাইকোর্ট

দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মতামত প্রকাশ নয় : হাইকোর্ট

দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মতামত প্রকাশ নয় : হাইকোর্ট

ফিফার টাকা নিয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যম ও ব্যারিস্টার সুমন কোনো ধরনের মতামত প্রকাশ করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে বাফুফে সভাপতিকেও মতামত দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে কাজী সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে ১৩ জুন (মঙ্গলবার) ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে সব মানহানিকর বক্তব্য সরাতে রিটটি দায়ের করা হয়।

গত ৬ জুন ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ মোট ১৭ ব্যক্তি ও সংস্থাকে আইনি নোটিশ দেন কাজী সালাউদ্দিন।
আইনজীবী আজমালুল হোসেন কেসির মাধ্যমে এ আইনি নোটিশ দেয়া হয়।