কালো জার্সিতে মাঠে নামবে ব্রাজিল

কালো জার্সিতে মাঠে নামবে ব্রাজিল

সংগৃহীত

গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। সাধারণত ব্রাজিল দলকে হলুদ কিংবা নীল রঙের জার্সিতে খেলতে দেখা যায়। তবে শনিবার (১৭ জুন) আফ্রিকান দেশের বিপক্ষে প্রীতি ম্যাচে কালো রঙের জার্সি পরে মাঠে নামবে সেলেসাওরা।

বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে কালো রঙের জার্সি পরে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অফিশিয়াল টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

এক টুইট বার্তায় সিবিএফ জানায়, ‘আজকের দিনটি বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ। বর্ণবাদের বিরুদ্ধে কোনো খেলা নেই। সেজন্য ব্রাজিলের ইতিহাসে এই প্রথমবার কালো জার্সিতে মাঠে নামবে দল। মাঠ এবং মাঠের বাইরে বর্ণবাদের বিপক্ষে জয় চাই। একসঙ্গে সেই যাত্রা শুরু করা হউক।’

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; ভ্যান্ডারসন, ইবানেজ, মিলিতাও, টেলস, পাকুয়েতা, ক্যাসেমিরো, গুইমারেস, রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিয়ুস।