সফল মহাকাশ অভিযানের পর স্বদেশে ফিরেছেন সৌদি রায়ানাহ

সফল মহাকাশ অভিযানের পর স্বদেশে ফিরেছেন সৌদি রায়ানাহ

সংগৃহীত

সৌদি আরবের প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে পৌঁছে ইতিহাস সৃষ্টিকারী গবেষক রায়ানাহ বার্নাবি স্বদেশে ফিরেছেন। শনিবার সকালে তিনিসহ আলী আলকারনি, মরিয়ম ফারদৌস ও আলী আল-গামদি কিংডমে ফিরেছেন।

রোববার সৌদি আরবভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পৃথিবী প্রদক্ষিণকারী প্রথম আরব নারী রায়ানাহ ও আলকার্নি স্পেস স্টেশনে ৮ দিন থাকার পর গত ৩১ মে পৃথিবীতে ফিরে আসেন।

বেসরকারি মহাকাশযান ক্রু ড্রাগনে চড়ে তারা মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গবেষণার জন্য তারা কক্ষপথ যান। তাদের ফিরতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টার মতো।

উল্লেখ্য, গত ২২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 'স্পেসএক্স ফ্যালকন ৯' রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যান তারা। নভোচারীরা ৮ দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।