সৌদি আরবে বিভিন্ন দেশের ১১ লক্ষাধিক হজযাত্রী

সৌদি আরবে বিভিন্ন দেশের ১১ লক্ষাধিক হজযাত্রী

প্রতীকি ছবি

এ পর্যন্ত ১১ লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আল-বিজাভি শনিবার (১৭ জুন) এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-আকবারিয়াকে তিনি বলেন, প্রায় ১১ লাখ ৫০ হাজার হজযাত্রী এরই মধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন। এই সংখ্যা আরো বাড়বে বলেও জানান তিনি। তাদের অর্ভ্যথনা জানাতে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সৌদি আরবে এ মৌসুমে ২০ লাখের বেশি হজযাত্রী সফর করবেন বলে ধারণা করা হচ্ছে।

কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে গত কয়েক বছর হজ পালনে ছিল নানা ধরনের বিধিনিষেধ। ফলে ওই সময় রাতারাতি কমে যায় হজযাত্রী। তিন বছর পর এবার আগের অবস্থায় ফিরছে হজ।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর নয় লাখের মতো ধর্মপ্রাণ মুসলিম হজে অংশ নেন।

আগের বছর অর্থাৎ ২০২১ সালে কোভিড বিধিনিষেধের মধ্যে দেশটির মাত্র ৬০ হাজার মানুষ এই বার্ষিক ধর্মীয় জমায়েতে অংশ নেন। আর ২০২০ সালে ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে কম, ১০ হাজার।

২০১২ সালে ৩১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ হজে অংশ নেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।