নিরাপদ চার্জিং প্রযুক্তিতে আকর্ষণীয় ভিভো ওয়াই৩৬

নিরাপদ চার্জিং প্রযুক্তিতে আকর্ষণীয় ভিভো ওয়াই৩৬

সংগৃহীত

নিরাপদ চার্জিং ব্যবস্থাসহ ভিভো ওয়াই৩৬ এনেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। শুরু হয়েছে প্রি-বুকিং। যা চলবে ১৯ জুন পর্যন্ত।

ভিভো ওয়াই৩৬ এর পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৪ ওয়াটের টাইপ-সি পোর্ট ও এ্যাডাপ্টার এবং উন্নত মানের চার্জিং চিপ নিশ্চিত করবে দ্রুত ও নিরাপদ চার্জিং। এমনকি ব্যাটারি আয়ু বাড়াবে ২৫ শতাংশ।

আকর্ষণীয় ভাইব্রেন্ট গোল্ড এবং মেটিওর ব্ল্যাক রঙে মিলবে ভিভো ওয়াই৩৬। ব্যাক সাইডে দৃষ্টিনন্দন রঙের স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে গোল্ডেন রিপল প্রসেস। রয়েছে ফ্লোরাইড এজি গ্লাস প্রযুক্তি। তাই স্মার্টফোনটি হাতে নিয়ে যেমন পাওয়া যাবে প্রিমিয়াম ক্রিস্টাল লুক। পাশাপাশি দেবে দারুণ গ্রিপ। আকর্ষণীয় দৃষ্টিনন্দন লুক অন্যদের সাথে ভিভো ওয়াই৩৬ পার্থক্যটা তুলে ধরবে সহজেই।
৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডচ ডিসপ্লেতে ভিডিও দেখা কিংবা স্ক্রলিং করার অভিজ্ঞতায় যুক্ত হবে নতুন মাত্রা। দুর্দান্ত ডিসপ্লের রিফ্রেশ রেট পাওয়া যাবে ৯০ হার্জ যা কাজ করবে যথেষ্ট দ্রুত ও নির্ভুলভাবে।

ভিভো ওয়াই৩৬ এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়ে ফানটাচ ওএস ১৩। পাশাপাশি রয়েছে ৮ জিবি র‍্যাম, আরো অতিরিক্ত ৮জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ। ভালো প্রসেসর এবং সুবিশাল স্টোরেজের মেলবন্ধন এই স্মার্টফোনের মান নিশ্চিত করেবে শতভাগ। তাই এক ট্যাপেই যেমন যেকোনো অ্যাপ ওপেন করা যাবে, তেমনি সংরক্ষণ করা যাবে সকল অ্যাপ ডেটা। এমনকি একসাথে ২৭ টি অ্যাপ রাখা যাবে ব্যাকগ্রাউন্ডে। অ্যাপ পরিবর্তনেও অপেক্ষার অবসান হবে ব্যবহারকারীর।

ডাবল এক্সপোজার মোডসহ ভিভো ওয়াই৩৬তে আছে ৫০ এমপি রিয়ার ক্যামেরা, ২ এমপি বোকেহ এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ডাবল এক্সপোজার মোড ব্যবহার করে দুটো ছবিকে একসাথে দারুণভাবে কম্পোজ করা সম্ভব। এমন ধরণের ফটো এডিট সামাজিক মাধ্যমে নজর কাড়বে বেশ।

ফ্ল্যাট ফ্রেমের ট্রেন্ডি, স্মুথ এবং আকর্ষণীয় ডিজাইনের ভিভো ওয়াই৩৬ এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৬,৯৯৯ টাকা।