ব্রাজিলকে উড়িয়ে দিয়ে সেনেগালের স্মরণীয় জয়

ব্রাজিলকে উড়িয়ে দিয়ে সেনেগালের স্মরণীয় জয়

সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনির সঙ্গে জিতলেও সেনেগালের সঙ্গে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। আফ্রিকার দেশটির কাছে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২০ জুন) রাতে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতে লিড নেওয়ার পর ছন্দ হারায় ব্রাজিল। অপরদিকে উজ্জীবিত ফুটবল খেলে দুই গোলে এগিয়ে যায় সেনেগাল। পরে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি নেইমারের ব্রাজিলের। ফলে ৪-২ গোলে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়েসাদিও মানের দল।

দুই দলের দ্বিতীয়বারের দেখায় প্রথম জয়টি পেল আফ্রিকার দেশটি। ২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। সেনেগালের হয়ে সেবার জোড়া গোল করেন সাদিও মানে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ক্রোয়েশিয়ার কাছে হেরে নেইমার-ভিনিসিয়াসদের। এরপর অন্তর্বর্তীকালীন কোচের হাত ধরে তিনটি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে দুটিতেই হারল লাতিন আমেরিকার দেশটি।