মধ্যরাতে আমেরিকায় স্ট্রিট পার্টিতে গুলি, হতাহত ১৭

মধ্যরাতে আমেরিকায় স্ট্রিট পার্টিতে গুলি, হতাহত ১৭

প্রতীকী ছবি

আমেরিকায় মিশিগান অঙ্গরাজ্যে মধ্যরাতে একটি স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে দু’জন। আহত হয়েছে অন্তত ১৫ জন।

মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে হতাহতের এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে- রাতের ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে ঝগড়া হয় এবং এরই জেরে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এর জবাবে অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করেন এবং এরপরই সেসব গুলিতে ‘অনেক ভুক্তভোগী’ গুলিবিদ্ধ হন।

এদিকে গুলিবর্ষণের ঘটনার পর অনেক লোক আতঙ্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পালিয়ে যাওয়া অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকে আহত হয়েছেন 

জানা গেছে, বন্দুকের গুলিতে বা যানবাহনের ধাক্কায় ১৫ জন আহত ও দু’জন নিহত হয়। 

সূত্রসিএনএন