জয় দিয়ে শ্রীলঙ্কার গ্রুপ পর্ব শেষ

জয় দিয়ে শ্রীলঙ্কার গ্রুপ পর্ব শেষ

সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স আগেই নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। আজ গ্রুপপর্বের শেষ ম্যাচেও জয় পেয়েছে তারা। মঙ্গলবার রাতে স্কটল্যান্ডকে হারিয়েছে ৮২ রানের ব্যবধানে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে স্কটল্যান্ড ২৯ ওভারে অলআউট হয় মাত্র ১৬৩ রানে। তাতে ৮২ রানের দারুণ জয়ে  ৪ ম্যাচ থেকে পূর্ণ ৮ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে যায় ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। সুপার সিক্সে তাদের ঝুলিতে আগে থেকেই জমা থাকবে ৪ পয়েন্ট।

স্কটল্যান্ডের হয়ে একাই লড়াই করেন ক্রিস গ্রেভেস। তিনি ৪১ বলে ৭টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন ক্রিস সোলে।

বল হাতে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এদিকে শ্রীলঙ্কার ইনিংসে ব্যাট হাতে ১০ চারে সর্বোচ্চ ৭৫ রান করেন পাথুম নিসাঙ্কা। ৪টি চার ও ২ ছক্কায় ৬৩ রান আসে চারিথ আসালঙ্কার ব্যাট থেকে। এছাড়া সাদিরা সামারাউইকরামা ২৬ ও ধনঞ্জয়া ডি সিলভা ২৩ রান করেন।

বল হাতে স্কটল্যান্ডের ক্রিস গ্রেভেস ৬.৩ ওভারে ৩২ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন মার্ক ওয়াট। আর ২টি উইকেট নেন ক্রিস সোলে।

ব্যাট হাতে অপরাজিত ১৬ ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শ্রীলঙ্কার থিকশানা।