ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান

ফাইল ছবি

আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে দ্বিতীয় দফায় ঢাকায় এসেছে। এবারের সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। আজ (১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে রশিদ খানের দল।

এর আগে একইদিন সকালে সিরিজের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ সকালেই টাইগার ক্রিকেটাররা টিম হোটেলে উঠেছেন। এ বহরের সঙ্গেই সেখানে গিয়েছেন চোটের কারণে দলের বাইরে থাকা সাকিব আল হাসানও।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই বিমান ধরবে সিলেটের উদ্দেশে। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ।

এর আগে প্রথম দফায় একমাত্র টেস্টে টাইগাররা তাদের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল। এবার দ্বিতীয় দফায় আফগানদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব-তামিমরা। সাদা পোশাকে আফগানিস্তান দলে রশিদ খান ও মুজিব-উর রহমানদের মতো ক্রিকেটাররা না থাকলেও রঙিন ক্রিকেটে তারা ফিরছেন। ফলে স্বাভাবিকভাবেই টেস্টের মতো আসন্ন ম্যাচগুলোও একপাক্ষিক হবে না বলেই ধরে নেওয়া যায়!