যশোর জেলার মণিরামপুরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে

যশোর জেলার মণিরামপুরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে

যশোর প্রতিনিধি

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ জানান,আক্রান্ত রোগি একজন স্বাস্থ্য কর্মী।তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল এ্যাসিটেন্ট হিসেবে কর্মরত।  তিনি গত বৃহস্পতিবারে সর্দি ও জ্বরে আক্রান্ত অবস্থায়  তার শ্বশুড়বাড়ী মণিরামপুরের শেষ সীমানায় ইমাননগর গ্রামে যান। তিনি যাওয়ার আগে করোনা সন্দেহ করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স এর টিএইচওর তার নমুনা সংগ্রহ করেন এবং সেটি পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠান। আজ দুপুরে তার রিপোর্ট আসে এবং তার শরীরে করোনার লক্ষণ আছে বলে জানা যায়। এ খবর জানার পর আজ রাতে তার শ্বশুড় বাড়ী ইমান নগরে মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ,যশোর সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ দিলীপ কুমার রায়,সিভিল সার্জন ডাঃ আবু শাহীন,মণিরাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আক্রান্তের বাড়ীতে যান। নির্বাহী কর্মকর্তা আরও জানান, আক্রান্তের শ্বশুড় বাড়ী ইমান নগর এবং তার ভাড়া বাড়ী মণিরামপুর পৌর এলাকার কামালপুরের বাড়ীর মালিক ও ভাড়াটিয়াদের বাইরে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সিভিল সার্জন ডাঃ আবু শাহীন জানান,আক্রান্তের অবস্থানকারী শ্বশুড় বাড়ীতে লাল পতাকা  টাঙ্গানো হয়েছে এবং এ ক’দিনে তার সংস্পর্শে আসা মানুষ গুলিকে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।