ভারতে মাত্র ৩০ হাজার টাকায় ইলেকট্রিক বাইক

ভারতে মাত্র ৩০ হাজার টাকায় ইলেকট্রিক বাইক

সংগৃহিত ছবিঃ ভারত বার্তা

ভারতের বাজারে এখন পেট্রোল এবং ডিজেল চালিত স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক স্কুটার ভালো জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। সহজে কাছাকাছি যাওয়ার জন্য সকলেই একটা না একটা ইলেকট্রিক স্কুটার কিনে রাখছেন। বাজারে ইলেকট্রিক স্কুটারের একটা দারুন চাহিদা শুরু হয়েছে এবং সেই চাহিদার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোম্পানি তাদের নতুন নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে শুরু করেছে। সেরকমই একটি কোম্পানি হল বেঙ্গালুরু ভিত্তিক ইলেকট্রিক টু হুইলার কোম্পানি Oben।

সম্প্রতি তারা একটি নতুন বাইক লঞ্চ করেছে যা খুব অল্প সময়ে আপনি সম্পূর্ণ চার্জ করতে পারেন এবং আপনাকে দারুন রেঞ্জ দেবে সেই ইলেকট্রিক বাইক। ২০২৩ সালের জুলাই মাস থেকেই এই ইলেকট্রিক বাইকের ডেলিভারি শুরু করতে চলেছে Oben এবং এই বাইকের নাম দেওয়া হয়েছে Oben Rorr। এই বাইকের মূল্য ১.৪৯ লক্ষ টাকা হলেও মাত্র ৩০০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি বুক করতে পারেন এই বাইক। এরপরে আপনাকে মাত্র ৫ হাজার টাকা ইএমআই দিতে হবে প্রতি মাসে।

এই ইলেকট্রিক বাইক একবার সম্পূর্ণ চার্জ দিলে ১৮৭ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে মাত্র দু ঘন্টা সময় নেয় এবং এক মিনিট চার্জ দিলেই এক কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই বাইক। এতে ব্যবহার করা হয়েছে একটি ভালো কোয়ালিটির লিথিয়াম ফসফেট ব্যাটারি যা ip67 রেটিং সহ আসছে। এই বাইকে একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দেওয়া হয়েছে যা ১২.৩ bhp শক্তি তৈরি করে। ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে মাত্র তিন সেকেন্ড সময় লাগে এই ইলেকট্রিক বাইকের।

এর পাশাপাশি এই ইলেকট্রিক বাইকের সাথে পাবেন আপনি নানারকমের অত্যাধুনিক সেফটি ফিচার। এই বাইকটিকে আপনি স্মার্ট ফোনের সাথে সংযুক্ত করতে পারেন এবং ড্রাইভার এলার্ট সিস্টেমের মতো সিস্টেম ব্যবহার করতে পারেন।

এছাড়াও যদি কোন চোর আপনার বাইক চুরি করতে আসে তাহলে বাইকের সিস্টেম আপনাকে জরুরী সতর্কতা দেবে। উপরন্তু যে কোন সময় আপনি বাইকের অ্যাক্সেস বন্ধ করতে পারেন এবং বাইকটিকে সম্পূর্ণ লক করে দিতে পারেন। এই বাইকের উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে যা নিরাপত্তার জন্য দারুণভাবে উপযোগী।