মাশরাফির সাথে দেখা করলেন মার্টিনেজ

মাশরাফির সাথে দেখা করলেন মার্টিনেজ

সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এখন ঢাকায়। আজ ভোর সোয়া ৫টায় বাংলাদেশে এসে পৌঁছেছেন। সংক্ষিপ্ত এই সফরে এমিলিয়ানো সাক্ষাৎ করবেন দেশের বিশিষ্টজনদের সাথে। যেখানে আছেন মাশরাফি বিন মর্তুজাও। ইতোমধ্যে দেখা হয়েছে দু'জনের।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আর্জেন্টিনা প্রেমের কথা কার না জানা! ফুটবলে এই দেশটাকে সব সময়ই পাগলাটে সমর্থন দিয়ে আসেন তিনি। শেষ কাতার বিশ্বকাপেও তার আর্জেন্টিনা প্রেম নজর কাড়ে।

শুধু মাশরাফি নয়, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ফুটবল নিয়ে উন্মাদনা বিশ্বব্যাপী। এই ভালোবাসায় মুগ্ধ হয়ে আজ সাড়ে ১০ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন তিনি।

সংক্ষিপ্ত এই সফরে সর্বসাধারণের সাথে দেখা হওয়ার সুযোগ নেই মার্টিনেজের। তার বেশিরভাগ সময় কাটবে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানিতে। তিন ঘণ্টার বিশ্রাম শেষে সকাল সাড়ে ৯টার পর উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন তিনি। আর সেখানেই তার দেখা হয় মাশরাফির সাথে। আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে আমন্ত্রণ জানান।

জানা গেছে, দু’জনে প্রায় আধাঘণ্টা সময় কাটিয়েছেন। তবে কী আলোচনা হলো এ বিষয়ে কিছু জানা যায়নি।