আবার শুরু খেলা, বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে এলো ম্যাচ

আবার শুরু খেলা, বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে এলো ম্যাচ

আবার শুরু খেলা, বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে এলো ম্যাচ

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচে বৃষ্টির বাগড়া। দুই দফা বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমল ৭ ওভার করে। ম্যাচ নেমে এলো ৪৩ ওভারে। ৬.৫০ মিনিটে ফের খেলা শুরু হয়।চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচে দুই দফা বৃষ্টির কারণে ৭ ওভার করে কমানো হয়েছে। খেলা আবার শুরু হয়েছে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

৪৩ ওভারের এ খেলায় খুব একটা ভালো নেই বাংলাদেশের ইনিংস। এখন পর্যন্ত ৩৪.৩ ওভারে সংগ্রহ ৭ উইকেটে ১৪৪ রান। ৪২ রানে অপরাজিত তাওহীদ হৃদয়।

এক হৃদয় ছাড়া দলের হাল ধরতে পারেননি কেউই। দলের সবচেয়ে তরুণ ক্রিকেটার হয়েও আফগানদের বেশ ভালোভাবেই সামলাচ্ছেন হৃদয়। তবে তাকে সঙ্গ দিতে পারছে না কেউই। তাকে রেখে ইতোমধ্যে সাজঘরে ফিরেছেন ৪ জন।

সাকিব আল হাসানকে দিয়ে শুরু, নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার। হৃদয়কে রেখে ফেরেন ৩৮ বলে ১৫ রান করে। মুশফিকও থিতু হতে পারেন, মোটে ১ রান আসে তার ব্যাটে। দুই সিরিজ পর দলে ফিরেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন আফিফ, মিরাজও পারেননি ভরসার প্রতিদান দিতে।

এর আগে ৬.৫ ওভারে ৩০ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। তামিম ইকবাল ফিরেন ২১ বলে ১৩ রান করে। এরপর শান্ত ও লিটন দাস মিলে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন দু'জনে। লিটন দাস ৩৫ বলে ২৬ ও শান্ত ফেরেন ১৬ বলে ১২ রান করে৷ ৫ বলের মাঝে এই দু'জনকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।