প্রথম দিনেই দিনাজপুরে করোনায় আক্রান্ত ৭

প্রথম দিনেই দিনাজপুরে করোনায় আক্রান্ত ৭

প্রতিকী ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে থাবা মেরেছে অনেক আগে। এরই মধ্যে দেশে হাজার ছাড়িয়েছে করোনা রোগী।মৃত্যু প্রায় ৫০কাছাকাছি। একের পর এক জেলা আক্রান্ত হচ্ছে করোনায়।  প্রাণঘাতী করোনার থাবা এবার দিনাজপুরেও চলে এসেছে।  দিনাজপুরে এই প্রথম ৭ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩ জন, নবাবগঞ্জ উপজেলায় ৩ জন ও ফুলবাড়ী উপজেলায় ১ জন ব্যক্তি রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রংপুর বিভাগের ৫ টি জেলায় ১৫ জন করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুর জেলাতেই ৭ জন করোনা পজিটিভ পাওয়া যায়।

দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, আমরা গত কয়েকদিনে শতাধিত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। আজকে ৭ জন ব্যক্তির করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আমরা একটি মিটিং করে জেলার সর্বশেষ পরিস্থিতি ও এ বিষয়ে কি সিদ্ধান্ত হয় সেটা জানাবো।