পিএসজিতে খেলে কোনো লাভ নেই: এমবাপে

পিএসজিতে খেলে কোনো লাভ নেই: এমবাপে

ফ্রেঞ্চ ফুটবল তারকা কিলিয়ান এমবাপে

পিএসজির সঙ্গে ফ্রেঞ্চ ফুটবল তারকা কিলিয়ান এমবাপের সম্পর্কের বেশ অবনতি হয়েছে এমন কথা বলাই যায়। গত বছরের পর ২০২২-২৩ মৌসুম শেষে এবার অবশ্য আলোচনা উসকে দিয়েছেন এ তারকা নিজেই। ক্লাবকে দেয়া চিঠিতে জানিয়েছিলেন, ২০২৪ এর পর আর দলে থাকবেন না তিনি। এরপর ফরাসি জায়ান্টরাও জানিয়েছে, তাকে বিক্রি করে দিতে প্রস্তুত ক্লাবটি। এদিকে এমবাপে আবার জানিয়েছেন, এ ক্লাবের হয়ে খেলে কোনো লাভই দেখছেন না তিনি।

এমবাপে ক্লাব ছাড়ার ব্যাপারে পিএসজিকে চিঠি দেয়ার পর কিছুদিন আগেই গণমাধ্যমে কথা বলেছেন পিএসজি প্রেশিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি ফরাসি তারকাকে সময় বেঁধে দিয়ে বলেন, ‘এমবাপেকে আগামী দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সে যদি নতুন চুক্তি না করতে চায় তাহলে বিদায়ের দরজা খোলাই আছে। ক্লাবের থেকে কেউ বড় নয়।’

এদিকে ছেড়ে দিলেও ফ্রি তে নয় এমন কথাও জানিয়েছেন খেলাইফি। তিনি বলেন, ‘ক্লাবের বড় তারকাকে ফ্রী তে যেতে দেয়ার মত ঘটনা ফুটবলে হয়নি কখনো, এমবাপের বেলায়ও হবেনা।’

এদিকে এরপর এমবাপেকে জিগেস করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগে কেনো ভালো করতে পারছেনা পিএসজি। এমন প্রশ্নের উত্তরে এমবাপে জানিয়েছেন নিজের হতাশার কথা। তিনি বলেন, ‘আমি জানিনা পিএসজির কি করা উচিত। আমরা যা পেরেছি তা করেছি। ব্রং তাদের জিজ্ঞেস করুন যারা এমন টিম বানিয়েছে।’

এরপর নিজের ক্লাব নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন এমবাপে। তিনি বলেন, ‘পিএসজির হয়ে খেলা কখনোই সাহায্য করেনা। এটা এমন এক টিম যা ফুটবলারদের বিভাজিত করে। এ কারণেই ক্লাব নিয়ে এত গুজব। তবে আমি এসব নিয়ে বিচলিত নই, কারণ আমি জানি আমি কি করছি, কীভাবে করছি।’