দুদকের ৫ মামলা থেকে সাবেক স্পিকার জমির উদ্দিনকে অব্যাহতি

দুদকের ৫ মামলা থেকে সাবেক স্পিকার জমির উদ্দিনকে অব্যাহতি

দুদকের ৫ মামলা থেকে সাবেক স্পিকার জমির উদ্দিনকে অব্যাহতি

দুদকের পাঁচ মামলা থেকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় তাকে অব্যাহতি দেন।

চলতি বছরের ৬ মার্চ অর্থ আত্মসাতের অভিযোগে জমির উদ্দিনের বিরুদ্ধে করা দুদকের মামলায় ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন আদালত। এ টাকা জমা দিলে তাকে পাঁচ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে জানান বিচারক প্রদীপ কুমার রায়।এরপর গত ১৪ মার্চ আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে অন্যান্য আদায় খাতে টাকা জমা দেন জমির উদ্দিন।

এর আগে, ক্ষমতার অপব্যবহার করে বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন এবং তা নগদে তুলে আত্মসাতসহ কয়েকটি অভিযোগে ২০১০ সালের ২৮ ডিসেম্বর জমির উদ্দিনের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদক। মামলা তদন্ত করে ২০১২ সালের ৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।